খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, 'আজকে সাবেক প্রধানমন্ত্রীর সাজা হয়েছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমার লজ্জা।' আজ শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ-এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় কামরুল বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন। এটা লজ্জার। দুর্নীতিকে না বলতে হবে, মাদককে না বলতে হবে। জঙ্গিবাদকে না বলতে হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাদের অবস্থান, যারা রাজাকার তাদেরকে না বলতে হবে। জাতীয় নির্বাচনসহ সকল ক্ষেত্রে তাদেরকে না করতে হবে।
কলেজ পরিচালনা পরিষদ সভাপতি অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল