পুরান ঢাকার বংশালে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে পাঁচ মাদ্রাসাছাত্র দগ্ধ হয়েছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে বংশালের আলুবাজার এলাকায় এ ঘট্না ঘটে।
আহত শিক্ষার্থীরা হচ্ছে- আশিক (৭), মোস্তাকিন (৮), রহমান (৭), জাভেদ (৭) এবং সালমান (৭)।
জানা যায়, সকালে মাদ্রাসার তৃতীয় তলায় শিক্ষার্থীরা পড়াশোনা করছিল। এ সময় বাইরে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানকার আগুনের ফুলকি এসে ছাত্রদের গায়ে লাগে। এতে তারা দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম।
ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, দগ্ধদের হাত-পায়ে ও মুখে সামান্য দগ্ধ হয়েছে। তারা শঙ্কামুক্ত।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল