রাজধানীর পুরানা পল্টনের একটি বহুতল ভবনের তিন তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সকাল সাড়ে আটটার পর হঠাৎ ভবনের তিন তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। সকাল সাড়ে নয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বিভিন্ন তলায় তল্লাশি চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল