লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, খালেদা জিয়াকে সাজা দেয়ার বিষয়টি সরকারের পূর্ব পরিকল্পিত ও অমূলক। বিএনপি নেত্রীকে কারাগারে পাঠানোর সব বন্দোবস্ত আগেই ঠিক করে রাখা হয়েছিল। যারা লুটপাট করেছে, তাদের খবর নেই, অথচ নিরপরাধ সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে নেয়া হয়েছে।
আজ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে রায় পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অলি আহমেদ অভিযোগ করে বলেন, খালেদা জিয়াকে যে কারাগারে রাখা হয়েছে, সেটি অপরিচ্ছ্ন্ন।
এ সময় দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আব্দুল করিম আব্বাসি, ইঞ্জিনিয়ার কামাল মোস্তফা, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, উপদেষ্টা ড. আবু জাফর সিদ্দীকি, অধ্যাপক কারিমা মাহবুব, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দীন টিটু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহিম রনক, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক এ্যাড. হাসেম, তথ্য ও গবেষণা সম্পাদক উপাধ্যক্ষ মাহবুবুর রহমান ও ঢাকা মহানগর এলডিপির আহবায়ক ইব্রাহিম মিয়া উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন