বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে শনিবারও রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে রাজশাহী নগরীর মালোপাড়া এলাকায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসুচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
এ সময় বিএনপি নেতারা বলেন, এই রায় বিচার বিভাগের রায় নয়, এটি সরকারের রায়। বেগম খালেদা জিয়াকে নির্বাচনে অংশ না দিতে ষড়যন্ত্র করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকার দেশের নেতাদের কৌশলে কারাগারে পাঠাচ্ছে। বিচারবিভাগকে ব্যবহার করা হচ্ছে। খালেদা জিয়াসহ সকল নেতা-কর্মীকে মুক্তি না করা হলে আন্দোলন চলতে থাকবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন