রাজধানীর বিজয়নগর এলাকায় মিছিল করার সময় বিএনপির ৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আটক করা হয়। তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার (এসি) এহসানুল ফেরদৌস জানান, মিছিল করে বিএনপি নেতা-কর্মীরা সড়ক বন্ধ করে রেখেছিলেন। এতে সড়কে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।
সড়ক থেকে সরে যেতে বারবার আহ্বান জানালেও তারা যাননি। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ