চট্টগ্রামে ৫শ’ পিস ইয়াবাসহ মো. জাকারিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া জাকারিয়া কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলা পশ্চিম পানখালী গ্রামের আবুল হোসেনের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাক্কা মসজিদ এলাকা থেকে জাকারিয়াকে গ্রেফতার করা হয়। পরে বিশেষ পদ্ধতিতে পায়ু পথে পেট থেকে কালো স্কসটেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ১০টি প্যাকেট বের করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার