বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাজার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শনিবার নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে আমরা ধৈর্য্য ধারণ করে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করছি। সেই ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে সারাদেশে যে আগুণ জ্বলবে তা’ নেভানোর সক্ষমতা সরকার বা পুলিশ বাহিনীর নাই।’
খুলনায় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশের তল্লাশি ও হয়রানি বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘খুলনাসহ সারাদেশে বিএনপি’র নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলা হয়েছে, তার জন্য জবাবদিহি করতে হবে।’
বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- মনিরুজ্জামান মনি, কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, মোল্লা আবুল কাশেম, সিরাজুল ইসলাম, ফখরুল আলম, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন প্রমুখ।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম