দেশের অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান টিকে গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক হাসনাত মোহাম্মদ আবু ওবায়দারের বাবা বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম এ তৈয়ব না ফেরার দেশে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। স্ত্রী, তিন ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
তার প্রথম নামাজে জানাজা শনিবার বাদ আছর ঢাকার ডিওএইচএস মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। রাত ১০টায় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে দ্বিতীয় জানাজা এবং রবিবার সকাল সাড়ে ৯টায় পটিয়া উপজেলার মনসায় তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
দেশের স্বনামধন্য এই ব্যবসায়ীর মৃত্যুতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রো পলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, এফবিসিসিআইর সাবেক পরিচালক মো. আমিরুল হক গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত