কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শনিবার বিকেল সোয়া ৪টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন।
এর কিছুক্ষণ পর পুলিশ এসে মিছিলে বাধা দেয়। এসময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া মিছিল থেকে বিএনপির দুইকর্মীকে আটক করে পুলিশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ২৫ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম