রাজশাহীতে ডেন্টাল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরীর ব্যাংক কলোনী এলাকা থেকে মিতু নামের এক ডেন্টাল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গলায় ফাঁস দেওয়া অবস্থায় শনিবার সন্ধ্যায় ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ওই ছাত্রী আত্মহত্যা করেছে।
ছাত্রীর পুরো নাম জান্নাতুল ওয়াদিয়া মিতু। সে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিডিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
আত্মহত্যাকারী মিতুর বাবার নাম মতিউর রহমান। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রামে। মতিউর রহমান চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি হাফিজুর রহমান জানান, শনিবার মিতুর তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষা খারাপ হয়েছে বলে বাড়িতে সে জানায়। এসময় বাড়ির লোকজন তাকে বকাবকি করে। পরে তার নিজ ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়।
দীর্ঘ সময় তারা সারা না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে লাশ ঝুলতে দেখে। নিজের ওড়নার সাহায্যে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত