সিলেট নগরীর মির্জাজাঙ্গালে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা। শনিবার দুপুরে মির্জাজাঙ্গাল নির্ম্বাক আশ্রমের সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিলেট প্রতিনিধি মাধব কর্মকার ও ক্যামেরাপার্সন গোপাল বর্ধন আহত হয়েছেন। তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মাধব কর্মকার জানান, পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে তিনি নগরীর লামাবাজারের দিকে যাচ্ছিলেন। মির্জাজাঙ্গাল নির্ম্বাক আশ্রমের সামনে আসার পর ছাত্রলীগ ক্যাডার রাজেশ সরকার ও দক্ষিণ সুরমা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে ছাত্রলীগ ক্যাডাররা তার মোটর সাইকেলের গতিরোধ করে। পরে তাকে ও ক্যামেরাপার্সন গোপাল বর্ধনকে বেধড়ক মারধর করে। মারধরের দৃশ্য ছাত্রলীগ ক্যাডাররা মোবাইলেও ধারণ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম