রংপুর জেলা বিএনপি কার্যালয় থেকে নাশকতার অভিযোগে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজুসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সহ-প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম দিপু, যুবদল নেতা আকবুর রহমানকে কোতয়ালী থানা পুলিশ আটক করে।
তাদের বিরুদ্ধে নাশকতা করার পরিকল্পনা নেয়ার অভিযোগ রয়েছে। তাদের পুলিশী হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা নীলু সরকারকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত