আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি ২০১৮, (শুক্র-শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন বাংলা'র গ্লোবাল সম্মেলন।
এবারের সম্মেলনে থাকছে- নতুন কমিটির ঘোষণা ও অভিষেক, বিদ্যাপীঠ বইমেলা কর্মসূচি’র উদ্বোধন, কবিতা ও কথাসাহিত্য কর্মশালা। একুশের কবিতা পাঠ, বাংলাদেশ-ভারত-প্রবাস বাংলা’র কবিবৃন্দের মিলনমেলা, নতুন প্রকাশনাসমূহের পরিচিতি, প্রদর্শনী ও ২১ জন কবি-সংগঠককে সম্মাননা প্রদান
সম্মেলনের উদ্বোধন করবেন ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন। কবি-সাংসদ কাজী রোজী (বাংলাদেশ), কবি শামীম আজাদ (বৃটেন), কবি নাজমুন্নেসা পিয়ারী (জার্মান), কবি রওশন হাসান (আমেরিকা) ও কবি ড. ভারতী বন্দোপাধ্যায় (ভারত)।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সর্বকবি আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, মুহম্মদ নূরুল হুদা, হায়াত সাঈফ, রুবী রহমান, কামাল চৌধুরী, শ্যামলকান্তি দাশ
এছাড়া সম্মেলনের তিন পর্বের সভাপতিরা হচ্ছেন-তিনবাংলা’র গ্লোবাল প্রেসিডেন্ট কবি-কথাকার সালেম সুলেরী।বাংলাদেশ চ্যাপ্টার সভাপতি সাহিত্যিক রাহাত খান ও প্রেসিডিয়াম প্রধান কবি জাহিদুল হক
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখবেন- লেখক গোলাম শফিক, মহাসচিব, তিনবাংলা, বাংলাদেশ। পল্লীকবিপুত্র খুরশীদ আনোয়ার জসীমউদ্দীন, প্রেসিডিয়াম সদস্য। কবি-কণ্ঠশিল্পী বুলবুল মহলানবীশ, প্রেসিডিয়াম সদস্য কবি ফেরদৌস সালাম, সাংগঠনিক সম্পাদক, তিনবাংলা।
অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন সর্বকবি রহিমা আখতার কল্পনা, মীনা মাশরাফী, মনসুর আজিজ, রফিক আখন্দ ও সীমা ইসলাম
অনুষ্ঠান ব্যবস্থাপনায়, সর্বকবি ভুঁইয়া সফিকুল ইসলাম, ফরিদা মজিদ, আফরোজা পারভিন, সরকার মাহবুব, জাহাঙ্গীর ফিরোজ, রানা জামান, গৌরাঙ্গ মোহান্ত, আসলাম সানী, মাহমুদ হাফিজ, ফরিদুজ্জামান, থিওফিল নকরেক, জামসেদ ওয়াজেদ, লিন্ডা আমিন, মীর জাহান, জেবুন্নেসা হেলেন, শেখ শফিক, তাসলিমা পান্না, রোকন জহুর, কামরুন্নাহার সোমা, রওশন ঝুনু, আবু ওবাইদ, আফসার নিজাম, ফারহানা সুমি, শ্রুতি খান, আমিনুল ইসলাম, নূর মোহাম্মদ, সুলতান মাহমুদ, সুজন হাজং, মাহাদী হাসান তাকী, মন্নুজান ঝর্ণা, শিশির বিন্দু, জাকিয়া কানিজ, রানা হামিদ, ফাইজুল মুকুল, সুস্মিতা গোলাম, বন্দনা চক্রবর্তী। এবং সদস্য সচিব : কবি শাফাত শফিক, অর্থ ও উন্নয়ন সম্পাদক।
বিডিপ্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান