আশুলিয়ায় রানা নামের সাত বছরের এক শিশুকে কৌশলে বাড়ি থেকে তুলে নিয়ে রশি দিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে আশুলিয়ার চারাবাগ এলাকার মাদ্রাসার পেছন থেকে সেই শিশুকে উদ্ধার করা হয়।
এদিকে শিশুকে নির্যাতন করায় তার বাবা প্রতিবাদ জানালে বখাটেরা তাকেও পিটিয়ে গুরুত্বও জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে সাভারের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শিশুর পরিবার জানায়, প্রতিবেশী বখাটে ইউনুছ খান ও তার লোকজন রবিবার সকালে সেই শিশুকে পেয়ারা খাওয়ার কথা বলে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে একটি পেয়ারা বাগানে নিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতন শুরু করা হয়। এদিকে শিশুর বাবা বাড়িতে এসে তার ছেলেকে খুজে না পেয়ে খোজাখোজি শুরু করেন। পরে বিষয়টি প্রকাশ হয়ে গেলে বখাটে ইউনুছের স্ত্রী ঘটনাস্থলে এসে শিশুকে ছেড়ে দেয়।
এদিকে এ ঘটনার পর শিশুর বাবা বিষয়টির প্রতিবাদ করলে বখাটে ইউনুছ তাকেও মারধর করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে উদ্ধার কওে হাসপাতালে ভর্তি করে।
এ প্রসঙ্গে আশুলিয়া থানার উপ পরিদর্শক এস আই কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর