সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রীজ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ভাসমান ৩টি ড্রেজার, ৩০০ ফুট ড্রেজারের পাইপ, ১০টি বাঁশের তৈরী জেটি ও ১০টি বালু পাথরের গদি গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর। এছাড়া ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় ও জব্দকৃত বালু ও পাথর নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়। এসময় এক যুবককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত।
রবিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তি জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রবিবার ৩টি অবৈধ ড্রেজার, ৩০০ ফুট ড্রেজারের পাইপ, বেশ কিছু বাশের তৈরী জেটি ও বালু পাথরের গদি উচ্ছেদ করা হয়েছে। আমাদের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। দখলদাররা যতই প্রভাবশালী হোক না কেন তাদেরকে কোন ধরনের ছাড় দেয়া হবেনা। সোমবারও আমাদের অভিযান পরিচালিত হবে। এছাড়া শীঘ্রই শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও মেঘনা নদীর যেসকল স্থানে নদী অবৈধ দখল হয়েছে সেগুলোতে অভিযান পরিচালিত হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন