বনানীতে এক নারীকে জন্মদিনের পার্টির কথা বলে গেস্ট হাউসে আমন্ত্রণ করে ধর্ষণের মামলায় দুই অসামিকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমাতি দিয়েছেন আদালত।
রবিবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস রিমান্ডের এ আদেশ দেন। আসামি দুজন হলেন রাজীব আহম্মদ (২৮) ও রুবেল হোসেন (২৭)। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
মামলা সূত্রে জানাগেছে, মোবাইল ফোনে ওই নারীর সঙ্গে আসামি রাজীবের পরিচয়। এর সূত্র ধরে গত ৩ ফেব্রুয়ারি রাতে ওই নারীকে জন্মদিনের পার্টির কথা বলে বনানীর একটি গেস্ট হাউসে আমন্ত্রণ জানানো হয়। ওই নারী রাত সাড়ে আটটার দিকে গেস্ট হাউসে আসেন। সেখানে রাজীবের সঙ্গে তাঁর বন্ধু জয়ও ছিলেন। পরে দুই জন মিলে রাতভর সেখানে আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। পরে ছাড়া পেয়ে ওই নারী ৪ ফেব্রুয়ারি রাতে বনানী থানায় মামলা করেন। এরপরই দুজনকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়।
বিডিপ্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান