রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় সোলেমান হোসেন মজনু (৩২) নামে বাইসাইকেলের এক নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মজনু পেশায় গাড়ি চালক ছিলেন।
জানা যায়, রাতে মিরপুর থেকে বাইসাইকেলে করে খিলগাঁওয়ের গোড়ান এলাকায় ফিরছিলেন মজনু। পথে রামপুরা টিভি সেন্টার এলাকায় এলে মালিবাগ থেকে বাড্ডাগামী একটি বাস তাকে ধাক্কায় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) হানিফ উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল