রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক উপ-পরিদর্শকসহ (এসআই) পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
সোমবার ভোরে রায়েরবাগের জোরাখাম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পুলিশের ডেমরা জোনের সিনিয়র এসি ইফতেখায়রুল ইসলাম।
আহতরা হলেন যাত্রাবাড়ী থানার এসআই জালাল আহমেদ (৪২), পুলিশ কনস্টেবল এখলাসুর রহমান (৩৪) ও মফিজুল (৩২)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, জোরাখাম্বায় একটি সিএনজি পাম্পের সামনের রাস্তায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা এসআই জালালসহ তিন পুলিশ আহত হয়।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৮/হিমেল/মাহবুব