বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে পুলিশ। রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে আটক করা হয়।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে ফেরার পথে সোমবার বেলা ১২টা ০৮ মিনিটে তাকে আটক করা হয়।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদুকে রমনা থানা পুলিশ আটক করেছে।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব