নারায়ণগঞ্জে পুলিশের এক চেকপোস্ট থেকে মিন্টু (২৪) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। সোমবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডস্থ সাইনবোর্ড এলাকার চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় দুটি কাপড়ের ব্যাগে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
মিন্টু কুমিল্লার হাজী মার্কেট এলাকার দৌলত মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, কুমিল্লা থেকে বাসযোগে দুটি ব্যাগে করে ২০ কেজি গাঁজা নিয়ে সাইনবোর্ড এসে নামে মিন্টু। সাইনবোর্ড থেকে ইজিবাইকযোগে নারায়ণগঞ্জে যাওয়ার পথে চেকপোস্টে তল্লাশি করে মাদক ব্যবসায়ী মিন্টুকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল