গাজীপুরের জিরানী এলাকায় একটি তৈরি পোষাক কারখানায় লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। পুড়ে গেছে গুদামের মজুদ রাখা কাপড়।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে কারখানার কাপড়ের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে কারখানর নিরাপত্তা কর্মীরা আগুন দেখতে পেয়ে নেভানোর কাজ চালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথমে ইপিজেড থেকে দুইটি ইউনিট ও কালিয়াকৈর থেকে আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন