রাজধানীর তেজগাঁও এলাকা থেকে জেএমবি নেতাসহ দু’জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, উগ্রবাদী বই এবং ডলার উদ্ধার করা হয়।
আটককৃতরা ঝিনাইদহ অঞ্চলের আঞ্চলিক জেএমবির সক্রিয় সদস্য বলে জানা গেছে।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আজ কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল