রাজধানীর খিলক্ষেতের দক্ষিণ পাশের রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির নিহত হয়েছেন।আজ ভোরে এ দুর্ঘটনায় নিহতের পরনে সাদা লুঙ্গি ও ছাই রঙয়ের সার্ট ছিল।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার