রাজধানীর আগারগাঁও তালতলা এলাকা থেকে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে সাব্বির আহমেদ (১৯) নামে একজনকে আটক করেছে র্যাব-২। আজ দুপুরে তাকে আটক করা হয়।
র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ফিরোজ কাউসার জানান, ধামরাই এলাকার একটি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী আটক সাব্বির। ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসির প্রশ্ন সরবরাহ করে বিকাশের মাধ্যমে অর্থ সংগ্রহ করতো সাব্বির। তার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতারে চেষ্টা চলছে ।
বিডি প্রতিদিন/এ মজুমদার