খুলনায় বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসকে ঘিরে কদর বেড়েছে ফুলের। বিশেষ দিনে প্রিয়জনকে শুভেচ্ছা-ভালোবাসা জানাতে তরুণ-তরুণীরা ভিড় জমিয়েছেন ফুল বাজারে। তবে সুযোগ বুঝে ফুলের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন দোকানিরা। ১০ থেকে ১৫ টাকার গোলাপ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। ফুলের তোড়া প্রতিটি ১৫০ থেকে ২০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া রজনীগন্ধা প্রতিটি ১০ থেকে ২০ টাকা, গ্যালোডিয়াস ২০ থেকে ২৫ টাকা, মেয়েদের সাজের জন্য পাহাড়ি ব্যান ১৫০ টাকা, গজরা ১০০ টাকা দামে বিক্রি হচ্ছে।
সরেজমিনে মঙ্গলবার বাজার ঘুরে দেখা যায়, নগরীর ফারাজিপাড়া রোডের ঐতিহ্যবাহী ফুলবাজার ক্রেতা-বিক্রেতাদের পদচারনায় মুখরিত। বিক্রেতারা ঢালি সাজিয়ে বসেছেন গোলাপ, রজনী গন্ধা, জিপসি, গ্লাডিয়া, জারবারাসহ নানা রঙের বাহারী ফুলের। নগরীর নিউমার্কেট, খালিশপুর, দৌলতপুরসহ বিভিন্নস্থানে ভাসমান ফুলের দোকান বসেছে।
ক্রেতারা দাবি করেন, বসন্ত বরণ ও ভালবাসা দিবস পুঁজি করেই দোকানিরা অতিরিক্ত দাম নিয়েছেন।
ফুল বিক্রেতা আমীর হোসেন বাবু বলেন, চাহিদা থাকায় দাম একটু বেড়েছে। তবে তা সাধ্যের বাইরে নয়। প্রিয়জনকে ভালবাসা জানাতে সব বয়সী মানুষ উচ্ছ্বাসের সাথে ফুল সংগ্রহ করছেন।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব