রাজধানীর সূত্রাপুরে গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন। আহত সেই ব্যবসায়ীর নাম মোঃ ওয়াসিম (৩৫)। তিনি গার্মেন্টস এক্সোসেরিজের ব্যবসা করতেন বলে জানা গেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। আহত ওয়াসিমের বাবার নাম আবুল কালাম। তার বাসা ধূপখোলা বাজারের পাশে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদরঘাটে চুমকি হাউজ নামে তার দোকান রয়েছে। দোকান থেকে বাসায় ফেরার পথে এই হামলার শিকার হন ওয়াসিম।
ওয়াসিমের বড় ভাই জসীম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। তিনি জানান, সদরঘাট থেকে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে লক্ষিবাজার এলাকার বিউটি বোডিংয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রাস্তায় এক মটরসাইকেল আরোহীর সঙ্গে অন্য ব্যক্তির ঝগড়া হয়। সেই আরোহী গুলি করলে গুলিটি ওয়াসিমের ডান পায়ে হাটুর নিচে গিয়ে লাগে।
তবে চিকিৎসক বলেছেন, পায়ে গুলি পাওয়া যায়নি। তবে ক্ষতচিহ্ন রয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর