দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কুমিল্লায় অনশন কর্মসূচি পালন করছেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে তারা এ অনশন কর্মসূচি পালন করছেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশীদ ইয়াছিন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, জেলা বিএনপির সহ সভাপতি মাহাবুবুর রহমান ভুইয়া, সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপি নেতা আবদুর রউফ চৌধুরী ফারুক, বিএনপি নেতা ভিপি জসিম, মোস্তাফা জামান,রেজাউল কাইয়ুম, হাজী মাসুক, হাজী সফিউল আলম রায়হান ও যুবদল নেতা ইউছুফ মোল্লা টিপু প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব