রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ছাদে ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক মারা গেছেন। শনিবার রাতে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশনের ২নং প্লাটফর্মে পৌঁছালে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে দেখতে পায় স্টেশনের লোকজন। পরে স্টেশন মাস্টারের সহযোগিতায় কয়েকজন যুবক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই যুবকের মাথা, বুকসহ শরীরে কয়েকটি ছুরিকাঘাত রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার