রাজধানীর মহাখালীতে নাসির (৪৮) নামে এক ঠিকাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার সকালে মহাখালীর দক্ষিণপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নাসির পেশায় ঠিকাদার ছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাসান জানান, ঠিকাদার নাসির মহাখালীর দক্ষিণপাড়া বড় মসজিদে টাইলসের কাজ করাচ্ছিলেন। দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে বলেও জানান এসআই হাসান।
বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম