রাজধানীতে অভিযান চালিয়ে ৭৫৬ বোতল বিদেশি ওয়াইনসহ আমজাদ হোসাইন ও মো. কনেল হোসাইন নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রবিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।
এপিবিএন-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম খলিল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানবন্দরের সামনের সিগনালে একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে এসব ওয়াইন জব্দ করা হয়। জব্দকৃত ওয়াইনের বাজার মূল্য আনুমানিক ৩৭ লাখ ৮০ হাজার টাকা বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব