কুমিল্লার লাকসামে ডেমু ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। সোমবার লাকসাম-নোয়াখালী রেল রুটের লাকসাম ফতেপুর রেলগেটে এই দুর্ঘটনাটি ঘটে।
লাকসাম রেলওয়ে থানার ওসি ওসমান গণি পাঠান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাকসাম ফতেপুর রেলগেটটি অননুমোদিত। রেল লাইনের ওপর দিয়ে লাকসাম মনোহরগঞ্জর সড়ক, যার ফলে ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার হয়। সোমবার সকালে লাকসাম থেকে নোয়াখালীগামী ডেমু ট্রেনটি যাওয়ার পথে ফতেপুর রেলগেটে ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের এখন পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব