রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কমিশনার নবীউল্লাহ নবীকে তিনদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার সিএমএম কোর্টে বিএনপির এই নেতাকে হাজির করা হয়। সেখানে যাত্রাবাড়ী থানার মামলা নম্বর ৩৯১২/১৮'তে দশদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নবীউল্লাহ নবীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি রাজধানীর বিজয় নগর এলাকার একটি মিছিল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব