ঢাকায় বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচীতে পুলিশের বাঁধা, জলকামান নিক্ষেপ এবং গণগ্রেফতারের প্রতিবাদে বরিশালে পুলিশের কঠোর বেষ্টনীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিন জেলা বিএনপির যৌথ উদ্যোগে আজ সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া এবং দক্ষিন জেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম শাহীন সহ অন্যান্যরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ঢাকায় কালো পতাকা প্রদর্শন কর্মসূচীতে বাঁধা এবং গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে গ্রেফতারকৃতদের মুক্তির দাবী জানান তারা। এদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিএনপি দলীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় মোতয়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ তাফসীর