রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ ঝন্টুর প্রথম নামাজে জানাজা সম্প্ন্ন হয়েছে। সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ পড়ান জাতীয় সংসদের ইমাম মাওলানা নুরুল ইসলাম। এর আগে মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর পর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডা. শিরীন শারমিন চৌধুরী। পরে নামাজে জানাজায় অংশ নেন ঝন্টুর পরিবার, সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এরপর হেলিকপ্টারে করে তার মরদেহ নির্বাচনী এলাকা রংপুর মহানগরীতে নেয়া হয়। সেখানে পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় জানাজার শেষে বাদ আসর স্থানীয় কবরস্থানে সাবেক মেয়রকে দাফন করার কথা রয়েছে। শেষ ইচ্ছে অনুযায়ী মহানগরীর নূরপুর কবরস্থানে মা-বাবার সমাধির পাশে ঝন্টুকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।
মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে রবিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ নেতা।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত