২২ ডিসি ও ২৯ এসপি পদে নিয়োগ-বদলিতে মাঠ সাজাচ্ছে সরকার অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা নিজেদের মতো করে যতোই নির্বাচনী মাঠ সাজান না কেন, কোনো কাজ হবে না। খালেদা জিয়া ও বিএনপি ছাড়া এদেশে অংশগ্রহণমূলক কোনো নির্বাচন হবে না। জনগণই এ ধরনের নির্বাচন হতে দেবে না। আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী আরো বলেন, ২২ জেলা প্রশাসক (ডিসি) ও ২৯ পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগ-বদলিতে সরকারের আগাম নির্বাচনের 'অশুভ নীলনকশা' থাকতে পারে। এ নিয়োগ-বদলি সরকারের আগাম নির্বাচনের আলামত কি-না, সেটা নিয়ে মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে দলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার