রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকা হতে চাপাতি ও ছোরাসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ।
গ্রেফতারকৃত দু’জনের নাম, মো. ফয়সাল আহম্মেদ (২৩) ও সেলিম (২৪)। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি চাপাতি ও ১টি ছোরা উদ্ধার করা হয়।
সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ির শহীদ ফারুক রোড এলাকায় ডাকাতির চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা রুজু হয়েছে।
বিডিপ্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান