ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-১৯ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। দুপুরে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।
মঙ্গলবার ও বুধবার দু’দিনব্যাপী এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে ‘সাদা প্যানেল’ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ব্যানারে ‘নীল প্যানেল’ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
২৭টি পদের বিপরীতে মোট ৫৫ জন প্রার্থী লড়ছেন এবারের নির্বাচনে। বড় দুই প্যানেলের বাইরে সদস্য পদে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা আইনজীবী সমিতিতে নিবন্ধিত আইনজীবীর সংখ্যা প্রায় ২২ হাজার ২৪ জন হলেও বৈধ ভোটারের সংখ্যা ১৬ হাজার ১২৯ জন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন