চাকরি রাজস্বকরণের দাবিতে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মীদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সকালে তাদের অবস্থান করতে দেখা যায়।
বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম ও সদস্য সচিব মো. নঈম উদ্দিনের নেতৃত্বে এ আন্দোলন করছেন তারা।
সংগঠনের প্রধান উপদেষ্টা মো. কামাল হোসাইন সরকার জানান, অনশন কর্মসূচির সাময়িক মূলতবির পর ২৩ ফেব্রুয়ারি থেকে ফের জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া অবস্থান কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার