রাজধানীতে মাদক ও মাদক বিক্রির টাকাসহ রফিকুল ইসলাম পান্নু (৪৭) নামে একজনকে আটক করা হয়েছে। চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) শারমিন জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানাধীন ৩৯/১ উমেশ দত্ত রোডের একটি পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা পান্নুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির এক লাখ ১২ হাজার ৯৭৮ টাকা উদ্ধার করা হয়েছে। পান্নু বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এএসপি শারমিন জাহান।
বিডি প্রতিদিন/এ মজুমদার