পারিবারিক দ্বন্দ্বের কারণে রাজধানীর আজিমপুরে শাহিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে নিহত হয়েছে। শাহিন আজিমপুর নিউ পল্টন এলাকায় একটি ১১ তলা ভবনের ৫ তলায় পরিবারের সঙ্গে থাকতেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের ছোট ভাই শুভকে আটক করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মুমূর্ষু অবস্থায় শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন। ছোট ভাই শুভকে লালবাগ থানা পুলিশ আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর