রাজধানীর শেরেবাংলা নগর মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে ট্রাকের ধাক্কায় কবির হোসেন (৩০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। আজ ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন ভোলার চরফ্যাশন উপজেলার চর গঙ্গাপুর গ্রামের সোনা মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে মোহাম্মদপুর বসিলা এলাকায় থাকতেন।
জানা যায়, কারওয়ান বাজার থেকে ভ্যানে করে ডিম নিয়ে মোহাম্মদপুর বছিলায় যাচ্ছিলেন। মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক কবির হোসেন গুরতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল