রাজধানীর কামরাঙ্গীরচরের মুসলিমবাগে স্বামী অালামিনের (২৭) ছুরিকাঘাতে নববধূ তানিয়া অাক্তার (১৬) খুন হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুসলিম বাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তানিয়াকে বাঁচাতে গিয়ে শাশুড়ি অামেনা বেগম (৪৫) অাহত হয়েছেন। পরে অাহত অবস্থায় বউ-শাশুড়ি দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে চিকিৎসকরা তানিয়াকে মৃত ঘোষণা করেন।
গত সাত মাস অাগে অালামিনের সঙ্গে বিয়ে হয়েছিল তানিয়ার।
তানিয়ার ভাগ্নে নাজিম জানান, তানিয়ার স্বামী অালামিন নেশাগ্রস্ত। রবিবার বিকেল ৪টার দিকে সে বউ এর কাছে মাদক কেনার জন্য টাকা চাইলে ঝগড়াকে কেন্দ্র করে এক পর্যায়ে স্বামী ধারালো ছুরি দিয়ে তানিয়ার পেটে অাঘাত করে। এ সময় বউকে বাঁচাতে এসে শাশুড়ির মুখেও অাঘাত করে তার ছেলে অালামিন।
ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তানিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ মার্চ ২০১৮/হিমেল