রাজশাহীতে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (১৯ মার্চ) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কালীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৭৭ বোতল বিদেশি মদ ও পাঁচ লিটার কন্টেইনার ভর্তি মদ উদ্ধার করা হয়। সোমবার (১৯ মার্চ) র্যাব-৫ এর সদর দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- কালীনগর ঢালিপাড়া গ্রামের হুমায়ন (২২) ও রামচন্দ্রপুরহাট গ্রামের সোহেল রানা (২০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার গভীর রাতে জেলা সদর থানাধীন কালীনগর এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। এ সময় কন্টেইনার ভর্তি পাঁচ লিটার অফিসার্স চয়েস মদসহ বিভিন্ন ব্র্যান্ডের ৭৭ বোতল বিদেশি মদসহ হুমায়ন ও সোহেল রানা নামের দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
দুপুরের মধ্যেই তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোপর্দ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ মার্চ ২০১৮/হিমেল