চাকরি দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে খুলনায় বেল্লাল হোসেন (৩২) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রতারক বেল্লাল হোসেন নিজেকে ১৮তম বিসিএস (ভুয়া) ক্যাডার বলে পরিচয় দিয়েছে। বেল্লাল খুলনার পাইকগাছার বাতিখালি গ্রামের শহর আলীর ছেলে।
ভুক্তভোগী মো. কামরুজ্জামান জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে তার ছেলেকে এনএসআইতে চাকরি দেওয়ার কথা বলে ওই প্রতারক দু’দফায় টাকা নিয়েছে। পরে টালবাহানা শুরু করলে খোঁজখবর নিতে গেলে তার প্রতারণা ফাঁস হয়। খুলনা থানায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
বিডিপ্রতিদিন/ ২০ মার্চ, ২০১৮/ ই জাহান