রাজধানীর গুলশানে চাঞ্চল্যকর গারো সম্প্রদায়ের মা-মেয়ের হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী সঞ্জীব চিরানসহ ৪ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব-১।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় শেরপুরের নলিতাবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে বাহিনীর ক্ষুদে বার্তায় জানানো হয়েছে।
প্রসঙ্গত, রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাড়িতে গত মঙ্গলবার রাতে গারো সম্প্রদায়ের মা ও মেয়েকে হত্যা করা হয়। নিহতরা হলেন বেসেট (৬৫) ও তার মেয়ে সুজাতা (৪০)। এদের মধ্যে বেসেটকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে এবং সুজাতাকে বুকে ও গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ মার্চ, ২০১৮/মাহবুব