রাজধানীর বনানীতে জন্মদিনের পার্টির কথা বলে বাসায় নিয়ে এক তরুণীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ইভানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট জিআর শাখায় এ চার্জশিটি দাখিল করেন বনানী থানার উপ-পরিদর্শক শরীফুল ইসলাম।
এর আগে, গত ১ মার্চ এ মামলার চার্জশিট দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী আজ ২২ মার্চ দিন ধার্য করে দেন।
প্রসঙ্গত, গত ৪ জুলাই রাতে জন্মদিনের কথা বলে বাসায় নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে ইভান নামে বনানীর এক যুবকের বিরুদ্ধে। পরদিন ওই তরুণী ধর্ষণের অভিযোগ এনে বাহাউদ্দিন ইভানকে একমাত্র আসামি করে বনানী থানায় মামলা করেন। গ্রেফতারের পর ইভান ধর্ষণের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
বিডি-প্রতিদিন/২২ মার্চ, ২০১৮/মাহবুব