বহুতল ভবন ভাঙতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) আরও এক বছর সময় আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আজ শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য ২৭ মার্চ দিন ঠিক করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ।
আদালতে বিজিএমইএর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী।
এর আগে ভবন ভাঙতে আরও এক বছর সময় চেয়ে আবেদন করে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। গত বছরের ৮ অক্টোবর বহুতল ভবন ভাঙতে বিজিএমইএকে সাত মাস সময় দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ওইদিন আদালতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিজিএমইএ’র পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৮/হিমেল