শিরোনাম
- বিস্ফোরণে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়ার শহর
- যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডো তাণ্ডব, ২৫ জনের মৃত্যু
- ম্যানসিটিকে হারিয়ে ইতিহাসে প্রথম শিরোপা জিতল ক্রিস্টাল প্যালেস
- পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট সর্বোচ্চ ফি ৩০০ টাকা নির্ধারণ
- হজযাত্রীদের সুরক্ষায় নতুন উদ্যোগ সৌদি আরবের
- ‘তাণ্ডব’-এ শাকিব খানের রাফ লুক, রহস্যে ঘেরা নতুন পোস্টার
- বাংলাদেশ এড়িয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প হাতে নিল ভারত
- ইমনের ব্যাটে শতরান, পেসে ছিন্নভিন্ন আমিরাত
- মেরাদিয়ায় হাট বসাতে দেওয়া হবে না
- ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা
- কোরবানির হাট কাঁপাবে ৪০ মণ ওজনের সম্রাট
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
- বৃষ্টিতে প্লে-অফ স্বপ্ন ভেসে গেল কলকাতার
- আইসিসিবিতে শিক্ষামেলায় ব্যাপক সাড়া
- গাজায় গণহত্যার প্রতিবাদ: সিনেট থেকে হাতকড়া পরিয়ে বের করে দেওয়া হল প্রবীণ অধিকারকর্মীকে
- পাকিস্তানে হামলা নিয়ে বিভক্ত ভারতের রাজনীতি
- সাইবার নিরাপত্তা প্রদান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব
- সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান : তারেক রহমান
- গণতন্ত্রের স্বার্থে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন : নবীউল্লাহ নবী
- ইমনের ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ
উদ্ধার ৫ হাজার ইয়াবা, মামলা ৭৫ পিসের
পল্লবী থানার ওসি ও এসআইয়ে বক্তব্য গ্রহণ করেননি আদালত
ফের ডিসিকে তদন্তের নির্দেশ
আদালত প্রতিবেদক
অনলাইন ভার্সন

‘পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধারের পর মামলা হয়েছে ৭৫ পিসের’ এ সংক্রান্ত পুলিশের তদন্ত কমিটি ও পল্লবী থানার ওসি এবং এসআই এর বক্তব্য গ্রহণ করেনি আদালত। তবে এ বিষয়ে ফের আরও তদন্তে জন্য পুলিশের মিরপুর জোনের ডিসিকে নির্দেশ দিয়েছেন আদালত
রবিবার ঢাকা মহানগর হাকিম মো. জিয়ারুল ইসলাম পুলিশেল ওই প্রতিবেদন নাকচ করে আগামী দেড় মাসের মধ্যে আরও তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
আদেশে বলা হয়, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাদী এসআই কাওছার ও ওসি দাদন অবৈধ সুবিধা গ্রহণ করে তাদের আইনানুগ কর্তব্য থেকে বিচ্যুতি হয়েছে। ওই অভিযোগের আলোকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামাল হোসেন এবং এসি পল্লবী জোন পদন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার এবিএম জাকির হোসেন তদন্ত করেন। যারা গত ২৭ মার্চ প্রতিবেদন দাখিল করেন। যেখানে ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। কিন্তু সেখানে সংশ্লিষ্ট সাংবাদিকদের সাক্ষ্য গ্রহণ করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার সত্যতা নিরূপন করা সম্ভব হত। তদন্ত কমিটি যাদের সাক্ষ্য নিয়েছেন তারা অধিকাংশ পুলিশ সদস্য। দুই একজন অসাধু ব্যক্তির জন্য এমন আইন বহির্ভুত কাজ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করে। প্রকৃতপক্ষে এমন ঘটনা ঘটেছে কি না বা এ বিষয়ে এসআই কাওছার ও ওসি দাদনের কোনো অবহেলা ছিল কি না তা আরও বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন।
এর আগে, এ সংক্রান্ত গত ১৪ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ করলে গত ১৯ মার্চ ওই প্রতিবেদন আমলে নিয়ে পল্লবী থানার ওসি মো. দাদন ফকির এবং এসআই এসএম কাওছার সুলতানকে শশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দেন একই আদালত। আদালতের ওই আদেশের প্রেক্ষিতে রবিবার তারা ঢাকার মুখ্য মহানগর হকিম আদালতে হাজির হয়ে লিখিতভাবে বক্তব্য তুলে ধরেন।
গত ১৪ মার্চ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছিল গত ১২ মার্চ আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর সেকশন-১০, এ ব্লকে অবস্থিত ‘নিউ ঢাকা বিরিয়ানি হাউস’ ও স্থানীয় মসজিদের মাঝামাঝি স্থানে পুলিশের একটি টহল গাড়ি থামে। এরপর এসআই কাউসার সুলতান তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিরানির দোকানের পেছনেই অবস্থিত চান্দার বাসায় যান। প্রায় আধা ঘণ্টা পর একটি ব্যাগে রাখা নীল রঙের প্যাকেটে জড়ানো কমপক্ষে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ চান্দা, ফেরদৌস ও দুই নারীকে আটক করে রাস্তায় এসে দাঁড়ান তারা। এ সময় গাড়ি ঘিরে ভিড় জমে যায় উৎসুক জনতার। এরপর গাড়িতে উঠিয়ে তাদের থানায় নিয়ে যান এসআই কাউসার সুলতান। পুলিশ পরে দুই নারীকে ছেড়ে দেয়। এরপর ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট দেখিয়ে মামলা দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৮/মাহবুব
এই বিভাগের আরও খবর