ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, আসন্ন রমজানে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল ও সুজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না।
মঙ্গলবার দুপুরে নগর ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
এ সময় মেয়র সাঈদ খোকন বলেন, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। খুচরা বাজারে কেউ অপতৎপরতা চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ৮ মে ২০১৮/ওয়াসিফ